সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুন ৮, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের সংসদ সদস্যরা বাগদাদে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, সৌদি রাষ্ট্রদূত ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং ইরাকের বিভিন্ন গ্রুপের মধ্যে ফেতনা সৃষ্টির ষড়যন্ত্র করছেন।
ইরাকের বর্তমান জোট সরকারের একজন প্রতিনিধি কামাল আল যেইদি বলেছেন, সেদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সামের আল সোবহান বেশ ক’বার রেডলাইন অতিক্রম করে বেআইনিভাবে ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন। এ কারণে আমরা অবিলম্বে সৌদি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়েছি সরকারের কাছে।
ইরাকি সংসদে বদর দলের প্রতিনিধিরাও প্রকাশ্যেই ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং ফেতনা, নৈরাজ্য ও গোলযোগ সৃষ্টির অভিযোগ তুলে সৌদি রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে বের করে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। বদর দলটি তাদের এক বিবৃতিতে বলেছে, সৌদি রাষ্ট্রদূত সামের আল সোবহান হয়তো এটা ভুলে গেছেন যে, তিনি এমন একটি দেশের প্রতিনিধি যে দেশ শুধু যে গণতন্ত্রের অর্থই বোঝে না তাই নয় একই সঙ্গে দেশটি উগ্র জঙ্গিবাদী চিন্তাচেতনারও উৎস ও পৃষ্ঠপোষক। কারণ সৌদি আরবই আল কায়দা, দায়েশসহ অন্যান্য উগ্র গোষ্ঠীগুলোর জন্মদাতা।
ইরাকের ইরাদা দলের প্রধান হান্নান আল ফাতালাউইও বাগদাদে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে চূড়ান্ত সতর্ক বার্তা দেয়ার আহবান জানিয়েছেন যাতে সে ইরাকের ব্যাপারে নাক গলানোর সাহস না পায়। এদিকে, ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ফালুজা শহরে চলমান সামরিক অভিযানের ব্যাপারে এ অঞ্চলের কয়েকটি দেশের কূটনীতিবিদের নেতিবাচক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।
সম্প্রতি ইরানের পরামর্শক দলের সহযোগিতায় ইরাকের সেনাবাহিনী দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরণের সাফল্য অর্জন করায় ইরাকে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন এবং এ ব্যাপারে তিনি নেতিবাচক মন্তব্য করেছেন। ইরান শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে বিরোধ বাধানোর চেষ্টা করছে এমন দাবি করে এর আগে সৌদি রাষ্ট্রদূত টুইটার বার্তায় লিখেছিলেন, ‘আরব শিয়াদেরকে ইরান বিশ্বাস করে না এবং আরব শিয়ারাও ইরানকে বিশ্বাস করে না’।
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল আনবার প্রদেশের মুক্তি পরিষদের প্রধান হামিদ আল হাইসও সেদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য সৌদি রাষ্ট্রদূতকে অভিযুক্ত করেছেন। ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল আবিদিও জনগণকে উস্কানি দেয়া এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইরত সেনা ও গণবাহিনীকে বদনাম করার জন্য পাশ্চাত্য ও আরব দেশগুলোর অপপ্রচারের সমালোচনা করেছেন। তিনি কুয়েতের আমির সাবাহ আহমাদ জাবের আল সাবাহর সঙ্গে সাক্ষাতে ফালুজায় সামরিক অভিযানের বিষয়ে ব্যাখ্যা তুলে ধরে এ বিষয়ে গণমাধ্যমগুলোর মিথ্যাচারে সমালোচনা করেন।
বিশ্লেষকরা বলছেন, ফালুজাসহ ইরাকের বিভিন্ন স্থানে দায়েশ সন্ত্রাসীরা একের পর এক পরাজিত হওয়ায় সৌদি আরব ও মার্কিন নীতির সমর্থক পাশ্চাত্য ও আরব দেশগুলোর গণমাধ্যমগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা অভিযোগ করেছে, ইরাকের সেনা ও গণবাহিনী বেসামরিক মানুষের ওপর হামলা চালাচ্ছে।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদির নির্দেশের পর গত ২৩ মে থেকে সন্ত্রাসীদের কবল থেকে ফালুজা মুক্ত করার অভিযান শুরু হয়। অভিযান শুরুর পর ইরাকি সেনা ও গণবাহিনী ফালুজার আশেপাশের বহু আবাসিক এলাকা সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি