ইরাকে জঙ্গি হামলায় ১৮ সেনা নিহত

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৬

ইরাকে জঙ্গি হামলায় ১৮ সেনা নিহত

আইএস1

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী হামলায় ১৮ সেনা নিহত হয়েছেন। শনিবার দেশটির একটি বৃহত্তম সেনা ঘাঁটিতে আইএস হামলা চালিয়েছে। খবর আল জাজিরার। সিরিয়ার আনবার প্রদেশের একটি সেনা ঘাঁটিতে ঢুকে পড়ে আইএসের ১০ সদস্য। পরে তারা সেখানে আত্মঘাতী হামলা চালায়। ওই হামলায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সম্পর্কে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, আট আত্মঘাতী নিরাপত্তাবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন। আর বাকি দু`জন বোমা মেরে নিজেদের উড়িয়ে দেয়। এই হামলার মাত্র একদিন আগেই রাজধানী বাগদাদের দক্ষিণের ইসকান্দারিয়ার একটি ফুটবল স্টেডিয়ামে হামলা চালায় এক আত্মঘাতী। ওই হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৯৫ জন। ওই হামলার দায় স্বীকার করেছে আইএস।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com