ইরাকে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২১৩

প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৬

ইরাকে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২১৩

7_19523

আন্তর্জাতিক ডেস্ক : বাগদাদের রবিবারের আত্মঘাতী বোমা হামলায় এখন পর্যন্ত অন্তত ২১৩ জনের মৃত্যু হয়েছে। ইসলামিক স্টেট এই হামলার দায়িত্ব গ্রহণ করেছে। এটা ইরাকে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা। কর্মকর্তারা একথা জানান। নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপি’কে সোমবার বলেন, একটি জনাকীর্ণ বাজারে আত্মঘাতী গাড়ি বোমা হামলাটি চালানো হয়। এই ঘটনায় আশপাশের ভবনগুলো ধ্বংসস্তপে পরিণত হয়। এই ঘটনায় ২ শতাধিক লোক আহত হয়েছে। রাজধানী বাগদাদের জনাকীর্ণ কাররাদা এলাকায় ঈদকে সামনে রেখে মানুষ যখন কেনাকাটায় ব্যস্ত ছিল তখন এই হামলাটি চালানো হয়। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এই ঘটনায় জড়িতদের ‘শাস্তি’ প্রদানের অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই ঘটনায় নিহতদের স্মরণে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে । খবর বার্তা সংস্থা এএফপি’র। আবাদী বাগদাদের চেক পয়েন্টগুলোতে নকল বোমা সনাক্তকরণ মেশিন উঠিয়ে দেয়াসহ নিরাপত্তা ব্যবস্থায় দীর্ঘ দিনের ত্রুটি দূর করার নির্দেশ দিয়েছেন। এক লোক এই নকল মেশিনগুলো ইরাকের কাছে বিক্রির পর বহু বছর ধরে এগুলো চেকপয়েন্টে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। প্রতারণার দায়ে লোকটি ব্রিটেনে সাজা ভোগ করছে। ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আইএস জিহাদিদের হটিয়ে ফালুজা পুনরায় দখল করার এক সপ্তাহ পর এ হামলাটি চালানো হল। এখন শুধুমাত্র ইরাকের নগরীগুলোর মধ্যে মসুল জিহাদি গোষ্ঠীটির দখলে রয়েছে। ইরাকী ও মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় দুই দিনে আইএস-এর কয়েকশ যানবাহন ধ্বংস হয়েছে। এই হামলায় বেশ কয়েকজন আইএস যোদ্ধা নিহত হয়েছে। –

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com