সুরমা মেইলঃ দীর্ঘ ১২ বছর শেষে ইরাক যুদ্ধ ভুল সিদ্ধান্ত ছিল বলে মাফ চাইলেন বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। একই সঙ্গে তিনি এও বলেন যে, ইরাক যুদ্ধের কারণেই জঙ্গি গোষ্ঠী আইসিসের উত্থান ঘটেছে।
সিএনএনকে দেয়া এক স্বাক্ষতকারে ইরাককে ‘নরক’আখ্যা করে তিনি বলেন, জঙ্গি গোষ্ঠী আইএসের উত্থানের জন্য আমিও আংশিক দায়ী।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ২০০৩ সালে আগ্রাসী হামলা শুরু করেন। তখন সারা বিশ্ব থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ উঠলেও তারা পাত্তা দেয়নি।
সিএনএনের সঙ্গে সাক্ষাতকারে ব্লেয়ার বলেন, ওই যুদ্ধে জড়িত হওয়ার জন্য তিনি দুঃখিত।
কিন্তু ওই স্বাক্ষতকার এখনও মিডিয়াতে প্রচারিত না হলেও, আগেভাগেই মিডিয়ায় চলে এসেছে ওই মূল বিষয়বস্তু।
ব্লেয়ার বলেন, গোয়েন্দারা আমাদেরকে যে তথ্য দিয়েছিলেন তা ছিল ভুল। এ জন্য আমি দুঃখিত। আমি ক্ষমা চাই আমাদের পরিকল্পনার ভুলের জন্য। একবার আমরা ওই এলাকা ছেড়ে চলে গেলে কি ঘটবে তা নিয়ে আমাদের যে অনুমান ছিল তাও ছিল ভুল।