সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৫
সুরমা মেইলঃ এই প্রথম একসঙ্গে চলচ্চিত্রে অভিনয় করবেন বাংলাদেশ ও কলকাতার দুই জনপ্রিয় তারকা ইলিয়াস কাঞ্চন ও দেবশ্রী রায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বহুল আলোচিত কবিতা ‘হঠাৎ দেখা’ অবলম্বনে ঢাকার ইমপ্রেস টেলিফিল্ম লি. ও কলকাতার রেশমী পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মাণ হবে অন্যরকম প্রেমের এ ছবিটি। যৌথ প্রযোজনায় এ ছবিটি পরিচালনা করবেন ঢাকার শাহাদাৎ হোসেন বিদ্যুৎ ও কলকাতার রেশমী মিত্র। ছবির শুটিং এ মাসেই শুরু হবে। আগামী ২৫শে বৈশাখ বিশ্বকবির জন্মজয়ন্তিতে দুই বাংলায় একসঙ্গে মুক্তি দেয়ার লক্ষ্য নিয়ে ‘হঠাৎ দেখা’ নির্মাণ হবে বলে ইমপ্রেস টেলিফিল্ম লি. সূত্রে জানা গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি