ইলিয়াসপত্নীর গাড়ি ভাঙচুর মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রকাশিত: ৩:০১ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৫

ইলিয়াসপত্নীর গাড়ি ভাঙচুর মামলায় যুবলীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ওসমানীনগরে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পত্নী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার গাড়ি ভাঙচুর মামলায় যুবলীগ নেতা ফারুক আহমদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (১৯ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ওসমানী নগর উপজেলার তাজপুর বাজারের মঙ্গলচণ্ডী সফিনা তাহির আলী জামে মসজিদের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া।

 

ফারুক উপজেলার তাজপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। তিনি ওসমানীনগর যুবলীগ নেতা। এ মামলায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, গাড়ি ভাঙচুর মামলায় ফারুক দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। আমরা গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছি। বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

 

এরআগে গত বুধবার এ মামলার আসামি সিলেটের ওসমানী নগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য বেলাল আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গত সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গোয়ালাবাজারে অভিযানে একই মামলায় অভিযুক্ত গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের লাল মিয়ার ছেলে কাওছর মিয়াকে গ্রেপ্তার করা হয়।

 

(সুরমামেইল/এনআই)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com