ইসকন নিষিদ্ধ ও আইনজীবীর হত্যার প্রতিবাদে তাহিরপুরে হেফাজত ইসলামের বিক্ষোভ

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪

ইসকন নিষিদ্ধ ও আইনজীবীর হত্যার প্রতিবাদে তাহিরপুরে হেফাজত ইসলামের বিক্ষোভ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখার নেতাকর্মীরা।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

বুধবার সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ বাজারের মেইন রোডে এসে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে মিলিত হয়।

Manual1 Ad Code

 

মানববন্ধনে চলাকালে প্রতিবাদ সমাবেশে বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে।

 

বক্তারা আরো বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক না কেন, অতি দ্রত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে দেশব্যাপী আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবো। মানববন্ধন থেকে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে দ্রুত নিষিদ্ধ ও বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি করেন বক্তারা।

 

সমাবেশ বাংলাদেশ হেফাজতে ইসলাম তাহিরপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মঈনুদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মুফতী মাওলানা সালেহ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখলেছ উদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম সালমান আহমদ সুজন, সহ-প্রচার সম্পাদক মাওলানা মিছবাহ উদ্দীন রিয়াজ প্রমুখ।

 

(সুরমামেইল/এইচএসএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code