সিলেট ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপনকে বেআইনি ঘোষণা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশের ফলে বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিবাদে জড়িয়েছে ঐতিহাসিক মিত্র যুক্তরাষ্ট্র-ইসরায়েল। দেশটির পক্ষ নিয়ে ওবামা প্রশাসনের সাথে বিবাদে জড়িয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
বুধবার এক টুইটার বার্তায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করা পর্যন্ত ইসরায়েলকে ‘শক্ত থাকতে’ বলেছেন। তিনি বলেন, ‘ইসরায়েল দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হলেও, এখন আর নেই। দেশটিকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য ও অসম্মান করা হচ্ছে। দ্রুতই চলমান এ অবস্থার অবসান হবে। ততদিন নেতানিয়াহুকে শক্ত থাকতে হবে।’ আগামী ২০ জানুয়ারি ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক শপথ নেবেন ট্রাম্প।
ওবামা প্রশাসনের এমন আচরণে হতাশ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। পুরো প্রক্রিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ এনেছেন তিনি। নেতানিয়াহু হতাশ হলেও, পরিস্থিতি পরিবর্তনে পরবর্তী ট্রাম্প প্রশাসনে আস্থা রেখেছেন।
জাতিসংঘে ইসরায়েল বিরোধী যে কোন প্রস্তাবে ভেটো দিয়ে থাকে মার্কিন প্রশাসন। তবে ওবামা প্রশাসনের শেষ সময়ে এসে প্রথা ভেঙে এবারই প্রথম কোনো প্রস্তাবে ভেটো না দিয়ে, ভোট দানে বিরত ছিল দেশটি।
এজন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে ইসরায়েল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাষ্য ইসরাইল-ফিলিস্তিন দুই রাষ্ট্রের ধারনার ভিত্তিতে শান্তি প্রক্রিয়ার ভবিষ্যত রক্ষায় দেশটি ভেটো প্রদানে বিরত ছিল। শান্তি প্রক্রিয়া ‘বিপদের মুখে’ রয়েছে বলে, এ জন্য ইসরায়েলকে দায়ী করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি নির্মাণ বন্ধে এক নিন্দা প্রস্তাব পাস করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। প্রথমে মিসর ওই প্রস্তাবনা উত্থাপন করলেও পরে মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের চাপে তা প্রত্যাহার করে নেয় দেশটি।
এরপর তা পুনরায় উত্থাপন করে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নিউজিল্যান্ড, মালয়েশিয়া, সেনেগাল ও ভেনিজুয়েলা। স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকায় নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের ১৪ জনই প্রস্তাবের পক্ষে ভোট দেয়।
সূত্র : বিবিসি ও দ্য ওয়াশিংটন পোস্ট
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি