ইসলামপুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার : স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, জুন ২, ২০১৬

ইসলামপুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার : স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

images (1)সুরমা মেইল নিউজ : গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের ইসলামপুর থেকে মায়ারুন বেগম (২৭) নামের এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (০১ জুন) বাড়ির পাশ থেকে ঐ মহিলার লাশ উদ্ধার করা হয়।

মায়ারুন বেগম সিলেট সদর উপজেলার চামাউড়াকান্দি গ্রামের আক্কাস আলীর মেয়ে।

মায়ারুনের মাতা সমলা বেগম জানান- বুধবার দুপুর ১২টায় তার মেয়ে ফোন দিয়ে তাকে বাড়িতে নিয়ে আসার কথা বলে। স্বামী বুরহান উদ্দিনের নির্যাতন সে সইতে না-পেরে সে বাবার বাড়ি আসতে চেয়েছিলো। বুরহান উদ্দিন ঐ এলাকার আব্দুল মনাফের পুত্র। কিন্তু ঐদিন রাতেই মায়ারুনের স্বামীর বাড়ি থেকে মেয়ে পানিতে ডুবে মারা গেছে বলে ফোন আসে। মায়ারুনের স্বামী তাকে হত্যা করে পানিতে ডুবে মারা যাওয়ার কথা বলছে। মায়ারুনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মায়ারুন ৫ মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন বলেও তিনি জানান।

নিহত মায়ারুনের মরদেহের ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com