ইসলামে জঙ্গিবাদের স্থান নেই : খালেদা

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৬

ইসলামে জঙ্গিবাদের স্থান নেই : খালেদা

images

সুরমা মেইল নিউজ : খালেদা জিয়া বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম দিয়েছে নারীর মর্যাদা। ইসলামে জঙ্গিবাদের স্থান নেই। সরকারের প্রতি বেগম জিয়া বলেন, সংঘাতের পথ ছেড়ে সংলাপে বসুন, আমি মনে করি দেশে যে অসুস্থ রাজনীতির ধারা চালু হয়েছে, তা থেকে বের হয়ে আসতে হবে। জাতীয় সমস্যা সমাধানের জন্য সুচিন্তিত ও কর্মমূখী পরিকল্পনা গঠন করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের ইসলামী ঐক্যজোটের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে এ সম্মেলন করছে ইসলামী ঐক্যজোট। সকল নির্যাতনের বিরুদ্ধে দেশের নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান খালেদা জিয়া। একটি হাদিসের উদাহরণ দিয়ে তিনি বলেন, অত্যাচারী শাসকের সামনে হক কথা বলাও উত্তম জিহাদ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com