ঈদের শেষে সাসেক্সে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ!

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৬

ঈদের শেষে সাসেক্সে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ!

Manual2 Ad Code
untitled-5_196980স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার নেটে বল করেছেন মোস্তাফিজুর রহমান। এই খবরে সবচেয়ে খুশি সম্ভবত সাসেক্স। ইংলিশ কাউন্টি দলটি মোস্তাফিজের অপেক্ষায় যেন ব্যাকুল হয়ে যাচ্ছে। আইপিএলের নবম আসর শেষ করে দেশে ফিরে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন টাইগার পেসার।
ধারণা করা হচ্ছিল, হয়তো ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলাই হবে না এবার। কিন্তু সাসেক্স জানিয়েছে, মোস্তাফিজকে পাওয়ার আশা এখনো ছাড়েনি তারা। এমনকি দলটির কোচ নির্দিষ্ট করে দিনক্ষণও বলে দিলেন কবে সাসেক্সের হয়ে নামবেন মোস্তাফিজ!
সাসেক্সের কোচ মার্ক ডেভিস জানিয়েছেন, মোস্তাফিজকে পাচ্ছেন এটুকু নিশ্চিত। সেটা নাকি দলের পরের ম্যাচেই! ১৫ জুলাই হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচ আছে তাদের। সেখানেই মোস্তাফিজকে দলের জার্সিতে দেখা যাবে।
শুধু তাই নয়, মোস্তাফিজকে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও খেলাতে চান কোচ। ওয়ানডে কাপের শেষ চারটি ম্যাচে মোস্তাফিজকে পাওয়ার কথা জানিয়েছেন। সাসেক্স যদি এই দুই টুর্নামেন্টে নকআউট পর্বে যায়, মোস্তাফিজকে তারা রেখে দেবেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ফেরার পর হ্যামস্ট্রিংয়ের ইনজুরি কাটিয়ে উঠতে লড়াই শুরু করেন। ভারত থেকে ফেরার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার বল হাতে নেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাকাডেমির মাঠে বল করেন তিনি।
এর একদিনের মধ্যেই সাসেক্স কোচের কাছ থেকে এমন বার্তা সমর্থকদেরকে নতুন করে ভাবাচ্ছে। তাছাড়া জাতীয় দলের কোচ চান্দিকা হাথুরুসিংহেও চান যেন মোস্তাফিজ ইংল্যান্ডে খেলেন। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি ও পরবর্তী বিশ্বকাপ ইংল্যান্ডের মাঠেই অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে নিজেকে আগে থেকেই ঝালিয়ে নেওয়ার সুযোগ হতে পারে কাউন্টি ক্রিকেট।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code