সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৬
রুপ কথা : ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে বিউটি পার্লারগুলোতে ভিড় বাড়ছে রূপ সচেতন তরুণীদের। উৎসবের দিন নিজেকে অপরূপ করে তোলার জন্য ছুটছেন নামিদামি পার্লার ও রূপ বিশেষজ্ঞদের কাছে। চেহারার সঙ্গে মানানসই নানা ডিজাইনে চুল কাটা, রং করা, ফেসিয়াল, রিবন্ডিং এসব কাজে ব্যস্ত পার্লারগুলো। সাথে চলছে হাতে মেহেদি রাঙানোর কাজটিও।
গৃহিণী থেকে শুরু করে তরুণী, কিশোরীদের অনেককেই অপেক্ষা করতে দেখা গেছে পার্লারের অভ্যর্থনা কক্ষে। এবারের ঈদে প্রায় বিউটি পার্লারগুলোতে ইন্টেলিজেন্ট কাটিং, কালার এন্ড ট্রেকচার, রিবন্ডিং এন্ড স্ট্রেটিং, এক্সট্রিম মেক-আপ, অ্যাডভান্সড মেক-আপ, স্কিন কেয়ার, নরমাল ট্রিটমেন্ট, এক্সক্লুসিভ ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট-ড্রেসিং, হ্যান্ড এন্ড ফুট কেয়ার, বিচ, মেহেদি, স্কিন পলিশ ইত্যাদির ব্যবস্থা রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর ছোট-বড় সব বিউটি পার্লারে এখন চলছে ঈদের ব্যস্ততা। মেয়েদের পার্লারের পাশাপাশি নগরীতে গড়ে উঠেছে বেশকিছু জেন্টস পার্লার। সেগুলোতেও ভিড় লক্ষণীয়। আলভিরাস জেন্টস, মিরর, সিজারস ওভার কম্ব দিচ্ছে ছেলেদের নানা সেবা। হেয়ার কাটিং, বিয়ার্ড শেভিং, বডি মাসাজ, স্পা, স্টিম বাথ, ফেসিয়াল ছাড়াও এসব পার্লারে সর্বাধুনিক সংযোজন ট্যাটু এবং শরীর, কান, আইভ্রুতে রিং ফোড়ানো।
এবার মেকআপের পাশাপাশি ফেসিয়াল, অরেঞ্জ, অ্যালোভেরা, ভেজ-পিল, হোয়াইটেনিং ফেসিয়াল তরুণীদের বেশি পছন্দ। চলছে লেজার, লেয়ার, মাল্টিপল লেয়ার, বেঙ্কস হেয়ার কাট। এবার ঈদের তালিকায় নতুন যুক্ত হয়েছে ইমো, ভলিউম লেয়ার কাট, স্পেশাল ফেসিয়াল উইথ নেকস, বডি মাসাজ।
Design and developed by ওয়েব হোম বিডি