ঈশিকার সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেম অপূর্বর

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৬

ঈশিকার সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেম অপূর্বর

131459927996

বিনোদন ডেস্ক : সৌখিন ফটোগ্রাফার অপূর্ব। একদিন ইউনিভার্সিটিতে যাওয়ার পথে একটি মেয়েকে দেখে ভালো লেগে যায় তার। ঈশিকা নামের মেয়েটি তাদের ইউনিভার্সিটিতেই পড়ে। একসময় তাদের বন্ধুত্ব হয়ে যায়। বন্ধুত্ব থেকে প্রেম।

ভালোই চলছিলো তাদের। কিন্তু সময়ের সাথে সাথে অপূর্বর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সামান্যতেই সে সন্দেহ করে ঈশিকাকে। বিষয়টা বাড়তে বাড়তে তাদের সম্পর্ক ভেঙ্গে যায়। অপূর্ব জানতে পারে সে আসলে সন্দেহবাতিক রোগ সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। ততক্ষণে দু’জনের দূরত্ব বহুদূর। একদিন ঈশিকা এক প্রদর্শনীতে গিয়ে অপূর্বর তোলা ছবি দেখে ছুটে যায় তার কাছে।

এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘এতটা ভালোবাসি’। তানিন রহমানের রচনায় এটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে অভিনয় করেছেন অপূর্ব, ঈশিকা খান, রাজিব সালেহীন, প্রনীল প্রমুখ। আগামীকাল বৃহস্পতিবার, ৭ এপ্রিল সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com