উত্তর খুঁজে নিও

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৬

উত্তর খুঁজে নিও

ছবি : রেজা

আকিবুল আসিফের “উত্তর খুঁজে নিও”

আমি সেই দলে নাম লেখাতে চাই না,

যারা সহজেই বদলে ফেলে সব।

ভুলে যায় প্রতিশ্রুতি, চেনা মুহূর্ত,

না বলা আরও কত কি;

বলি আর ভাবি, তবে কি এতই সহজ ছিল?

যদি আজ থেকে বহুদিন পর না চাইতেও মনে পড়ে যায় সব;

সেই চেনা মুখ, প্রিয় হাসি বা সিক্ত নয়ন…

তবে কি লাভ?

কখনও কি ভেবে দেখেছ?

যে সুখের নিমিত্তে এত ছলচাতুরী;

নিজের থেকে পালিয়ে বেরিয়ে খুঁজছো সুখ, হচ্ছো নকল;

তা যদি ধরা না দেয়, তবে কোথায় গিয়ে দাড়াবে তুমি?

আজ যা তোমার ছিল, সেদিন তাও অতীত হবে হয়ত।

তবে কেন?

কেন মিছে প্রতারণা বারংবার?

উত্তর খুঁজে নিও, বড্ড দেরি হবার আগেই….

আহসান আহসানুল হাবিবের উপন্যাস   “ভবঘুরে’’  ধারাবাহিক পর্বগুলো প্রকাশিত হবে প্রতি বৃহস্পতিবার  শুধুমাত্র  ‘সুরমামেইল’ ডটকম’র সাহিত্য পাতায়।

সাহিত্য পাতায় লেখা পাঠাতে মেইল করুন aahsanulhabib@gmail.com

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com