উদ্দেশ্যে অমরাবতি

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, মে ৯, ২০১৬

উদ্দেশ্যে অমরাবতি

……………………………..আকিবুল আসিফ

অমরাবতি শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, তোমাকেই বলছি;
দেখছ কি কখনও অবিশ্বাস-বিশ্বাসের দ্বন্দে সম্পর্ক ভাঙনের পর মৃত স্বপ্নগুলোর পোস্টমর্টেম?
অথবা লাশ কাটা ঘরে পড়ে থাকা বর্ণিল কিছু স্বপ্নের নিথর মৃতদেহ?
ধুর ছাই, তোমাকেই বা বলছি কেন;
তোমার স্বপ্ন তো উড়ে বেড়ায় ওই আকাশজোড়া নীলিমায়…
তোমার স্বপ্ন ডানায় আজ তো নতুন পালক…

 

পরবর্তী কবিতা – অমরাবতি তুমি কি আগ্রাসী? পড়তে চোখ রাখুন surmamail.com এর সাহিত্য পাতায়।
সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com