সিলেট ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৫
সুরমা মেইলঃ উন্নত চিকিৎসার জন্য সংগীতশিল্পী লাকী আখন্দকে থাইল্যান্ডে নিয়ে গেছে তার পরিবার। ব্যাংককের পায়থাই হাসপাতালে চলছে তার চিকিৎসা।
লাকী আখন্দের পারিবারিক এক সূত্র জানিয়েছে, নানা পরীক্ষা-নিরীক্ষা করছেন সেখানকার চিকিৎসকরা। তবে তার সমস্যা সম্পর্কে কোনো সুনিশ্চিত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ব্যাংকক যাওয়ার আগে ১ সেপ্টেম্বর লাকী আখন্দকে ভর্তি করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে সিসিইউতে ছিলেন সপ্তাহখানেক। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
বিএসএমএমইউ-তে অবস্থান করার সময় লাকী আখন্দের বড় মেয়ে মাম-মিন্তি গ্লিটজকে জানিয়েছিলেন, “বাবার সমস্যা ক্রমশ গুরুতর হচ্ছে। এখানে উন্নত চিকিৎসা হবে না। আমরা বাবাকে নিয়ে থাইল্যাণ্ডে যাচ্ছি। সেখানে পায়থাই হাসপাতালে ভর্তি করানো হবে বাবাকে।”
সে সময় অসংখ্য জনপ্রিয় গানের এই স্রষ্টা গ্লিটজকে জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য তিনি কারও কাছে ‘হাত পাতবেন না’। শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের তিনি যে কোনো তহবিল সংগ্রহ কার্যক্রম থেকে বিরত থাকতেও অনুরোধ জানিয়েছিলেন।
তবে লাকী আখন্দের শুভাকাঙ্ক্ষীরা কৃতী এই শিল্পীকে সুস্থ করে তোলায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রধানমন্ত্রীর কাযর্ালয় থেকে ‘ইতিবাচক’ সাড়া পাওয়া গেছে বলেও জানা গেছে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি