সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৬
সুরমা মেইল ডটকম :: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষাহীন জীবন অসার। উন্নত শিক্ষা ছাড়া কোনো জাতি এগোতে পারে না। সামাজিক মূল্যবোধ সৃষ্টি ও উন্নত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই।
মঙ্গলবার দুপুর ১২টায় মদিনা মার্কেট এলাকার দিশারী স্কুল অ্যান্ড কলেজের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানমালার ৩য় পর্বে আয়োজিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বিলেন।
দিশারী স্কুল অ্যান্ড কলেজের সাফল্য কামনা করে কামরান বলেন, সঠিক ও মানসম্মত শিক্ষা বিস্তারে এ প্রতিষ্ঠান সিলেট তথা সারাদেশে একদিন সম্মানের আসন দখল করবে এটা আমাদের প্রত্যাশা। তিনি দক্ষ ও সুনাগরিক গঠনের লক্ষ্যে কলেজের সাথে যারা জড়িত তাদের সকলকে অভিন্দন জানান।
সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ননী গোপাল দাসের সভাপতিত্বে আলোচনাসভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. শরদিন্দু ভট্টাচার্য্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজার গোপেশ চন্দ্র সূত্রধর, সিসিক’র ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সাবেক কাউন্সিলর জগদিশ চন্দ্র দাস, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আমির হোসেন, সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন।
দিশারী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা সুচিত্রা রাণী নাথের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কাজী রাফী ও পবিত্র গীতা পাঠ করেন মিথিলা ঘোষ অর্পা। স্বাগত বক্তব্য রাখেন- কলেজের চেয়ারম্যান প্রবাল কান্তি ভট্টাচার্য্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক প্রত্যুষ কান্তি দাস ও শিক্ষানুরাগী সিরাজুন্নেছা চৌধুরী।
দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরুতে সকাল ৯টায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীর সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালী নগর প্রদক্ষিণ করে। ২য় পর্বে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ও কেক কেটে কলেজের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। ৩য় পর্বে দিশারী স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী, সর্বোচ্চ উপস্থিতি, ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সচেতন অভিভাবক সম্মাননা, শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা ও অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুল ও ব্যাজ উপহার দেন কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। সবশেষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। -বিজ্ঞপ্তি
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি