সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, মে ২, ২০২৪
সিলেট :
বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহধর্মীণী তাহসিনা রুশদির লুনা এক বার্তায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ আজ এক চরম ক্লান্তিকাল অতিক্রম করছে। ন্যায় বিচার, মানবতা, গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা সমস্ত কিছুই এখানে আজ লাঞ্ছিত, উপেক্ষিত। মানুষ দিশেহারা, গোটা জাতি কারারুদ্ধ, গুম অবরুদ্ধ। এমতাবস্থায় বিগত ৭ জানুয়ারি নির্বাচন নামক প্রহসনের একটা সার্কাস অনুষ্ঠিত হয়। এতে দেশবাসী ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন।
আমি এই অঞ্চলের সকল পেশার জনগণের কাছে মা-ভাই-বোনদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা উপজেলা নির্বাচন নামক এই প্রহসনের সার্কাসে নিজেদেরকে সম্পৃক্ত করে কলুষিত করবেন না। আপনারা এই প্রহসনের নির্বাচন সার্কাস বর্জন করুন। ভোটকেন্দ্র যেতে বিরত থাকুন। মনে রাখবেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে এবং অন্যায়কে যে সহায়তা করে সে সমভাবে দোষী। তাই আপনারা সহজ-সরল নিষ্পাপ মানুষেরা এই সমস্ত দোষের ভাগীদার হতে নিজেদেরকে সম্পৃক্ত করতে বিরত থাকুন। আমি প্রত্যাশা রাখছি বাংলাদেশে ন্যায়বিচার, মানবতা, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা এই ভোট নামক সার্কাস কে বর্জন করে মানব মুক্তির মিছিলে নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন। ইনশাআল্লাহ সত্য এবং ন্যায়ের জয় হবেই, হবে।
জননেতা এম ইলিয়াস আলীকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পাবার লক্ষ্যে তাকে আপনাদের দোয়ায় শরিক রাখবার জন্য বিনম্র অনুরোধ করছি। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি।
(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি