উপদেষ্টা রিজওয়ানার গাড়িবহরে হামলা, ৬ সাংবাদিক আহত

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫

উপদেষ্টা রিজওয়ানার গাড়িবহরে হামলা, ৬ সাংবাদিক আহত

সুরমামেইল ডেস্ক :
শেরপুরের নালিতাবাড়ীতে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় পরিবেশ উপদেষ্টার সঙ্গে থাকা সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন সাংবাদিক আহত হয়েছেন।

 

সোমবার (২৬ মে) নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকায় গারো পাহাড়ে প্রস্তাবিত পর্যটনকেন্দ্র স্থাপন নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এদিন দুপুরে দাওধারার কাটাবন এলাকায় এই ঘটনা ঘটে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

 

হামলায় আহত সাংবাদিকরা হলেন- এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলাম ও বাংলাদেশের খবরের শাহরিয়ার শাকিরসহ আরও ২ জন।

 

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে গারো পাহাড়ঘেরা বনভূমির ভেতর পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছিলেন স্থানীয়রা। বন বিভাগের আপত্তির প্রেক্ষাপটে উপদেষ্টা রিজওয়ানা হাসান ওই এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি বনের জমিতে কোনো পর্যটন কেন্দ্র হবে না বলে জানান। এছাড়া, ওই এলাকায় হাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনার কথা বলেন। তার এই ঘোষণার পরই স্থানীয় লোকজনের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন। পর্যটন কেন্দ্রের পক্ষে ও বিপক্ষে থাকা দুপক্ষ উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে উত্তেজিত জনতা গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায়। এতে শেরপুরে কর্মরত অন্তত ছয় সাংবাদিক আহত হয়েছেন।

 

বন বিভাগের তথ্যমতে, শেরপুরের গারো পাহাড়সংলগ্ন তিনটি উপজেলার তিন রেঞ্জে বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রায় ২১ হাজার একর বনভূমি রয়েছে। এর মধ্যে প্রায় ১৫ শতাংশ বনভূমি বর্তমানে দখলদারদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

 

সম্প্রতি স্থানীয় প্রশাসন এই বনাঞ্চলের ২২৩ একর খাস জমিতে পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেয়, যার মধ্যে ৩২ একর জমি সংরক্ষিত পাথর মহাল হিসেবেও চিহ্নিত। বন বিভাগ এই উদ্যোগে আপত্তি জানালে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com