উপশহরে পাশান্ড স্ত্রী কান কেঠে নিলো স্বামীর

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৬

উপশহরে পাশান্ড স্ত্রী কান কেঠে নিলো স্বামীর

Untitled-1
সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর উপশহরে দ্বিতীয় স্ত্রী’র দা দিয়ে কুপে কান হারিয়েছেন স্বামী। গুরুত আহত অবস্থায় স্বামীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে পুলিশ ঘাতক স্ত্রীকে আটক করেছে বলে জানা গেছে। আহত আইনূল মিয়া নেত্রকোনা জেলার বাউলি থানার শরীশাবাড়ি গ্রামের মৃত মনসূর আলীর ছেলে। তিনি দীর্র্ঘ দিন ধরে সিলেট নগরীর উপশহর ডি ব্লকের ২৯/৩ নং বাসায় বসবাস করে আসছেন। এক মেয়ে ও দুই ছেলের জনক আইনূল মিয়া পেশায় একজন সবজি ব্যবসায়ী বলে জানা গেছে। তবে আইনূল মিয়ার প্রথম স্ত্রী জাহানার বেগম জানান, দীর্ঘ দিন ধরে শাহানা নামের এক নারী স্ত্রী দাবি করে আইনূল মিয়ার কাছ থেকে প্রতিমাসে টাকা নেন। এ ধারাবাহিকতায় আজ সকালে আইনূল মিয়ার বাসায় আসেন। তখন তিনি টাকা চাইলে আইনূল টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এক পর্যায়ে শাহানা দা দিয়ে কুপ দেয়। দা’র কুপে আইনূল মিয়ার ডান কান কেটে যায়। এছাড়াও আরো একটি কুপ মাথায় লাগে। পরে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে নিয়ে আসা হয়। জাহানারা বেগন আরো জানান এ রির্পোট লেখা পর্যন্ত ওসমানী হাসপাতালে আইনূলের অপারেশন চলছে। এদিকে, দ্বিতীয় স্ত্রী দাবিদার শাহানাকে আটক করছে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, ‘পারিবারিক কোন্দলের কারণেই স্বামীকে দা দিয়ে কুপিয়েছে। এ ঘটনার পেয়ে শাহানা নামের মহিলাকে আটক করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com