সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৬
সুরমা মেইল নিউজ : বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ/বিএসএস প্রোগ্রামের ২০১৫এর শিক্ষার্থীদের পরীক্ষা আগামী ২২ জুলাই (শুক্রবার) দেশের সব স্থানীয় কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হচ্ছে। সিলেট বিভাগের কেন্দ্রগুলোতে ও একই সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কিন্তু সিলেট জেলার দু’টি কেন্দ্রে তার ব্যতিক্রম হচ্ছে। সিলেট দক্ষিণ সুরমা কলেজ শাখার শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র হচ্ছে ” সিলেট এম.সি কলেজ”। সিলেট এম.সি কলেজ শাখার শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র হচ্ছে “সিলেট দক্ষিণ সুরমা কলেজ”। বিগত বছর গুলোতে পরীক্ষা কেন্দ্র স্থানান্তরিত হয় নাই। এবারের পরীক্ষা কেন্দ্র শুধু ঐ দু’টিতেই রদ-বদল হয়েছে। বাকি সবগুলো কেন্দ্র ঠিকই আছে।
এ বিষয়টি সিলেট অঞ্চলের শিক্ষার্থীরা গত ১৫ জুলাই (শুক্রবার) তারিখে অবগত হয়েছে, এর আগে তাদের জানানো হয়নি বিধায় এ দু’টি কেন্দ্রে হঠাৎ করে বদলে যাওয়াতে শিক্ষার্থীরা পড়ছেন বিপাকে।
অনেকেই সেই কথাটি জানেনা, না জানার কারণে অনেক শিক্ষার্থীর পরীক্ষা নষ্ট হবার উপক্রম হয়ে পড়বে।
এ ব্যাপারে এ দু’টি কেন্দ্রের বিএ/বিএসএস প্রোগ্রামের সকল পরীক্ষার্থী এক হয়ে পরীক্ষার নির্ধারিত তারিখের ভিতরে পূণনঃবহালের দাবি জানিয়ে ঐ দিন বাংলাদেশ উম্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে পরীক্ষাকেন্দ্র পূণঃবহালের দাবি জানায়।
আঞ্চলিক কেন্দ্রের পরিচালক সে বিষয়টি বিবেচনাধীন রেখেছেন বলে জানা যায়।
কিন্তু সময় সল্পতার কারণে শিক্ষার্থীরা বসে থাকতে নেই। তাদের এহেন কার্যক্রমের ধারাবাহিকতায় সোমবার (১৮ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় উম্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের বিএ/বিএসএস প্রোগ্রামের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সিলেট আঞ্চলিক কেন্দ্রে বিএ/বিএসএস প্রোগ্রামের পরীক্ষা কেন্দ্র পূর্ণঃবহালের দাবিতে মানব বন্ধনের আয়োজন করে।
বিএ/বিএস এস প্রোগ্রামের শিক্ষার্থী পরিচালনায় আব্দুল সামাদ শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন তোফায়েল আহমদের, মোঃ সুহেল আহমদ, মোঃ বোরহান উদ্দীন,মোছাঃসীমা খানম, আফজল হোসেন মুন্না, জনি তালুকদার, সামাদ আহমদ, নাসিমা বেগম, মিতা বেগম, মোঃ জাকির, সোহাগ আহমদ, সালেক খাঁন, মোঃ ইকবাল হোসেন, মোছাঃ সিমু বেগম, মঞ্জুর হোসেন, মোঃ জাকারিয়া, মোছাঃ লাকি বেগম ও নাছিমা বেগম প্রমূখ।মানব বন্ধনে শিক্ষার্থীরা পরীক্ষার নির্ধারিত তারিখের আগেই তাদের দাবি মানার জোরালো আহ্বান জানান। অন্যতায় তাদের কার্যক্রম চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন।
Design and developed by ওয়েব হোম বিডি