সিলেট ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : আইনের শাসন কোনো অপরাধীকে ছাড় দেয় না মন্তব্য করে ইনু বলেন, গণতন্ত্রে সব মতের জায়গা রয়েছে, জঙ্গিদের নেই। স্বাধীন ও মুক্ত গণমাধ্যমেও উসকানি, মিথ্যাচার, খণ্ডিত তথ্যে সাংবাদিকতার জায়গা নেই। সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িত থাকায় জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেছেন, সাংবাদিক মাহমুদুর রহমান ও শওকত মাহমুদকেও ভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।
মন্ত্রী আরো বলেন- ছিটেফোঁটা বিচ্ছিন্ন যে জঙ্গি আক্রমণে ব্লগার-লেখক হত্যাকাণ্ড ঘটেছে, সে আক্রমণকারীদের অধিকাংশই ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে। বিচার চলছে, সাজা হচ্ছে। এতে সরকারের বিন্দুমাত্রও উদাসীনতা নেই। মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জঙ্গি দমনে সরকারের নীতি হচ্ছে জিরো টলারেন্স। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত ২০১৫ সালের প্রতিবেদনে বাংলাদেশের আর্থসামাজিক-রাজনৈতিক অবস্থার সঠিক প্রতিফলন হয়নি। রিপোর্টটির তথ্যে ঘাটতি রয়েছে। ফলে সঠিক চিত্র উঠে আসেনি। রিপোর্টটি আরেকবার যাচাই করার অনুরোধ জানান তিনি। সরকার যখন সন্ত্রাসবাদ মোকাবেলা করে দেশে শান্তি ফিরিয়ে এনেছে, তখন ওই সকল অপশক্তি চোরাগোপ্তা ও গোপন হত্যাকাণ্ডের কৌশল নিয়ে ব্লগার ও সুফিবাদীদের হত্যা করে দেশে অস্বাভাবিক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি