সিলেট ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৫
সুরমা মেইলঃ কিছুদিন আগে মেয়ের শারিরীক অসুস্থতার কারণে এক মাসের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সঞ্জয় দত্ত। প্যারোলে মুক্তির পর এখন পরিবারের সঙ্গে গণেশ চতুর্থীর উৎসবে মেতে আছেন বলিউডের এই অভিনেতা। আর এই উৎসবের মাঝেই দেখা করলেন বন্ধু সালমান খানের সঙ্গে।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রথমে গণেশ বিসর্জনে অংশগ্রহণ করেন সঞ্জয়। সে সময় তার সঙ্গে ছিলো স্ত্রী মান্যতা এবং যমজ সন্তান ইকরা ও শাহরান। এরপর বন্ধুর সঙ্গে দেখা করতে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যান তিনি। সেখানে গিয়ে সালমানের পরিবারের সঙ্গে কিছু সময় কাটান তিনি।
১৯৯৩ সালের মুম্বাই বোমা বিস্ফোরণ মামলায় অবৈধ অস্ত্র রাখার অপরাধে পুনের ইয়েরওয়াড়া কারাগারে সাজা কাটাচ্ছেন ৫৬বছর বয়সী এই তারকা।
Design and developed by ওয়েব হোম বিডি