সিলেট ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৬
স্বাস্থ্য : বাড়ছে গরমের তীব্রতা। এ সময় সুস্থ থাকার জন্য সঠিক খাদ্যাভ্যাস জরুরি। গরমে অতিরিক্ত তেল মসলাযুক্ত খাবার এড়িয়ে চলাই শ্রেয়। প্রচুর পরিমাণে পানি ও ফলের রস পান করুন। মনে রাখবেন, প্রচণ্ড গরমে দৈনন্দিন খাদ্যাভ্যাসের উপরই নির্ভর করবে আপনার শারীরিক সুস্থতা। জেনে নিন এই গরমে কোন খাবারগুলো এড়িয়ে চলবেন আর কোনগুলো খাবেন-
পানি পান করুন ঃ গরমে ঘাম হয় প্রচুর। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে পানি পান করুন যেন পানিশূন্যতা না হয়। বাইরে বের হওয়ার সময় ব্যাগে পানির বোতল রাখতে পারেন।
ক্যাফেইনজাতীয় খাবার এড়িয়ে চলুনঃ গরমে ক্যাফেইনজাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো। এতে প্রচুর পরিমাণে চিনি থাকে যা এই গরমে আপনাকে অসুস্থ করে ফেলতে পারে।
শুকনা ফল খাবেন নাঃ গরমে শুকনা ফল খাবেন না। এতে শরীর আরও ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে। গ্রীষ্মের তাজা ফল রয়েছে বাজারে। এগুলো খান বেশি করে।
ঠাণ্ডাজাতীয় খাবার খানঃ গরমে এমন খাবার খান যা ভেতর থেকে আপনাকে রাখবে ঠাণ্ডা। যেমন রসালো ফল অথবা দই। তবে বাইরে থেকে ঘেমে নেয়ে এসেই ঠাণ্ডা খাবার খাবেন না। খানিকক্ষণ বিশ্রাম নিয়ে তারপর খান।
তেল মসলাযুক্ত খাবার খাবেন নাঃ অতিরিক্ত তেল মসলাযুক্ত খাবার ও ফাস্টফুড এড়িয়ে চলুন। কারণ গরমে এ ধরনের খাবার সহজে হজম হতে চায় না।
মিষ্টিজাতীয় খাবার খাবেন নাঃ চিনি অথবা মিষ্টিজাতীয় খাবার শরীরকে আরও উত্তপ্ত করে তোলে। তাই মিষ্টি অথবা মধু না খেয়ে সবুজ শাকসবজি ও ফলমূল বেশি করে খান।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি