এই তরুনীর মাথার দাম ১০ লাখ ডলার!

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক :: ইরাক ও সিরিয়াভিত্তিক আইএস তার মাথার দাম হেঁকেছে ১০ লাখ ডলার। আর তিনি নিজে এখন কারাগারের অন্তরালে। তিনি জোয়ান্না পালানি। ২৩ বছর বয়সী এই অসমসাহসী তরুণী বেশ বেকায়দায় ফেলে দিয়েছিলেন আইএসকে। ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ের পড়া ছেড়ে দিয়ে ইরাক ও সিরিয়ায় আইসিসের বিরুদ্ধে কুর্দ সেনাবাহিনীর হয়ে লড়াই করতে যান এই দস্যি মেয়ে।

কিন্তু গত বছর জোয়ান্নার পাসপোর্ট বাজেয়াপ্ত করে নেয় তার দেশ ডেনমার্কের পুলিশ। তিনি যাতে পুনরায় তথাকথিক ইসলামিক স্টেটে যেতে না পারেন তাই তার উপর এক বছরের ট্র্যাভেল নিষেধাজ্ঞাও চাপিয়ে দেয়া হয় রাষ্ট্রের পক্ষ থেকে। কিন্তু এ বছর কাতার যাওয়ার কথা স্বীকার করায় এই সাহসী দামাল মেয়েকে কোপেনহেগেনের একটি জেলে বন্দী করে রাখা হয়। গতকাল তার বিচার শুরু হয়েছে এবং তিনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে তার দুই বছর পর্যন্ত জেলও হতে পারে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com