সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
স্বৈরশাসকরা পালিয়ে গেলে আর ফিরে আসে না। আওয়ামী লীগ আত্ম স্বীকৃত খুনি একটি দল, খুনের হুংকার তারা দিয়েই চলেছে। তাই আমরা বিনয়ের সাথে বলতে চাই, আওয়ামী লীগের ফিরে আসার চ্যাপ্টার ক্লোজ বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন জামায়াতের আমির।
প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করারও আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়। ১৯৭২ সাল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংগঠিত সকল অপরাধের, তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আওয়ামী লীগ সংখ্যালঘু সংখ্যালঘুর ধোঁয়া তুলে ফায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থীদের উপর দায় চাপিয়েছে।
আওয়ামী লীগের সময় তিন তিনটা নির্বাচন হয়েছে এদেশের আপামর জনতা ভোট দিতে পারিনি। ২০১৪ নির্বাচনে তারা ১৫৪ টি আসন দখল করেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ২০১৮ নির্বাচন করেছেন মিডনাইট ইলেকশন আর ২৪ সালের নির্বাচন হয়েছে আমি আর ডামি। একদিকে আওয়ামী লীগেরই কেন্ডিডেট অন্যদিকে আওয়ামী লীগেরই স্বতন্ত্র ক্যানডিডেট ,কতটা হাস্যকর। তারা ডামি সরকার ছিল বলেই সামান্য ফুঁ তে উড়ে গেছ।
ডাক্তার শফিকুর রহমান অন্তবর্তী সরকারকে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, কোন জেলা যেন বৈষম্যের শিকার না হয়। ঠাকুরগাও জেলায় উচ্চ শিক্ষার কোন প্রতিষ্ঠান নেই, মেডিকেল কলেজ নেই। তাই আগামী একনেকে বড় কোন প্রকল্প হাতে নিলে ঠাকুরগাঁও যেন বাদ না পরে। অন্তত একটি মেডিকেল কলেজ যেন তৈরির উদ্যোগ নেয়া হয়।
এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম ও জেলা জামায়েতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান সহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
(সুরমামেইল/এমআই)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি