সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : মির্জা ফখরুল বলেন, দেশে এখন চরম রাজনৈতিক সংকট বিরাজ করছে। এ সরকার নির্বাচিত সরকার নয়।এখানে গণতন্ত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। বাকস্বাধীনতা হনন করা হচ্ছে। এ দেশে এখন সম্পূর্ণ কর্তৃত্বপরায়ণ সরকারের অধীনে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় ঝিনাইদহ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এ সময় জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সাবেক সংসদ সদস্য আবদুল ওহাব, শহিদুজামান বেল্টু, বিএনপি নেতা জয়ন্ত কুমার কুণ্ডু, অ্যাডভোকেট আসাদুজ্জামান, নিতাই রায় চৌধুরী প্রমুখ।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি