একমাত্র জাপাই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে : এরশাদ

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬

সুরমা মেইল ডেস্ক :: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, একমাত্র জাতীয় পার্টিই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে।

তিনি বলেন, মানুষের ভাগ্যোন্নয়নের জন্যই জাতীয় পার্টি দেশে উন্নয়ন-সমৃদ্ধি এবং সংস্কারের রাজনীতি প্রবর্তন করতে চায়।

বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতি এরশাদ বনানীস্থ কার্যালয়ে পার্টির উপদেষ্টামণ্ডলীর সভায় এ কথা বলেন।

এরশাদ বলেন, জনগণের প্রত্যাশা পূরণের জন্যই জাতীয় পার্টিকে আরো সু-সংগঠিত করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।

তিনি বলেন, আমরা সাংবিধানিক পন্থায় ক্ষমতার পরিবর্তনে বিশ্বাসী। আর তার জন্য অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। আমরা সকলের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে বিতর্কমুক্ত নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি। আশা করি, আমাদের প্রস্তাব বিবেচনা করা হবে।

সাবেক রাষ্ট্রপতি বলেন, পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের এখন নিবেদিতভাবে কাজ করতে হবে। পয়লা জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য তিনি দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ওই মহাসমাবেশেই পার্টির দিক নির্দেশনার কথা জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com