একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সিলেটের সুষমা দাশ আর নেই

প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২৫

একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সিলেটের সুষমা দাশ আর নেই

নিজস্ব প্রতিবেদক :
একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ মারা গেছেন। বুধবার (২৬ মার্চ) বিকেলে সিলেটের হাওলাদার পাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন এই গুণি শিল্পী।

 

বুধবার (২৬ মার্চ) রাত সাড়ে ৭টায় মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান তিনি। এরপর অবস্থার অবনতি হলে তাকে নিজ বাড়িতেই রাখা হয়।

 

বর্ণাঢ্য জীবনের অধিকারী সুষমা দাশ একসাথে গান করেছেন বাউল সম্রাট শাহ আবদুল করিম, বাউল দুর্বিন শাহ, বাউল আলী হোসেন সরকার, বাউল কামাল পাশাসহ বাংলাদেশের প্রবীণ শিল্পীদের সঙ্গে। লোকসংগীতে অবদানের জন্য ২০১৭ সালে একুশে পদকে ভূষিত হন সুষমা দাশ। এছাড়াও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন লোকসংগীতের এই সাধক শিল্পী।

 

উল্লেখ্য, সুষমা দাশ ১৯২৯ সালে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার পুটকা গ্রামে জন্মগ্রহণ করেন। এই মহিয়সীর বাবা ছিলেন প্রখ্যাত লোককবি রশিকলাল দাশ এবং মা লোককবি দিব্যময়ী দাশ। ছয় ভাইবোনের মধ্যে সুষমা দাশ ছিলেন সবার বড়। তার ছোটভাই একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত রামকানাই দাশ ছিলেন উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের ক্ষণজন্মা এক মহাপুরুষ।

 

এছাড়াও পরিবারের অনেক সদস্যই সংগীতের সাথে জীবনযাপন করছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেটের সংস্কৃতি অঙ্গনে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com