একেই বলে ছাত্রলীগ

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৬

একেই বলে ছাত্রলীগ

Manual8 Ad Code

Chatro
সুরমা মেইল নিউজ : সড়ক ভবনে ঢুকে প্রকৌশলীকে পেটালেন ছাত্রলীগ নেতা কয়েসের নেতৃত্বে সন্ত্রাসীরা। প্রতক্ষ্যদর্শীরা জানায় বুধবার বিকেল ২টা ৪৫ মিনিটে সড়ক ভবনের উপবিভাগীয় প্রকৌশলী আবুল বরকত মোহাম্মদ খুরসিদ আলম কে টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে ব্যাপক মারধর করে ছাত্রলীগ সন্ত্রাসীরা। ৭-৮টি মোটর সাইকেলযোগে ১৫ থেকে ১৬ জন ছাত্রলীগ ক্যাডার সড়ক ভবনে প্রবেশ করে। এ সময় তারা প্রকৌশলী খুরসিদ আলমের উপর হামলা করে। তাকে বেধরক পিটুনী দেয়। এ সময় তাকে বাঁচাতে আসলে তার পিয়ন এরশাদ কেও মারধর করা হয়। এরশাদের মাথা ফেটে যায়। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর সড়ক ভবনের কর্মকতা-কর্মচারীরা প্রকৌশলী খুরসিদ কে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। আহত পিওন এরশাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি রুমে প্রবেশ করে দেখি স্যারকে ১৫-১৬ জন যুবক গালাগলি করছে। এক পর্যায়ে তারা স্যার কে মারধর শুরু করে। কেউ ঘুষি মারে কেউ চড়। এর মধ্যে দু-একজন চেয়ার দিয়ে আঘাত করে। খুরসিদ স্যারের ঠোঁট ফেটে রক্ত বের হতে থাকে । আমি বাচাঁতে গেলে আমার মাথায় চেয়ার দিয়ে আঘাত করে তারা।

Manual3 Ad Code

এ ব্যপারে কোতওয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, আমরা ঘটনা শুনেছি। ফোর্স গেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। এরপর থেকে সড়ক ভবনে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code