বিনোদন ডেস্ক : আগামীতে আর কোনো ‘এক্স রেটেড’ ছবিতে দেখা যাবে না মার্কিন অভিনেত্রী ও মডেল মেগান ফক্স’কে! কারণ এখন থেকে আর নগ্ন দৃশ্যে অভিনয় করবেন না তিনি। অর্থাৎ মেগান ফক্স এখন এক্স ওম্যান। সম্প্রতি এমনটাই জানিয়েছেন এই হলিউডি নায়িকা। এ প্রসঙ্গে মেগানের জানান, ওই ধরনের ছবিতে আমায় অভিনয় করতে আমার ছেলে কোনওদিন দেখুক, সেটা চাই না। কিছু কিছু জিনিস আছে, যেগুলো মায়েদের করতে দেখলে সন্তানদের মনে কুপ্রভাব পড়তে পারে। সে জন্যই এই সিদ্ধান্ত। আর এই কারণে বেশ কয়েকটা ছবির প্রস্কাব ফিরিয়েও দিয়েছেন মেগান। কিছুদিন আগেও তার কাছে ‘এইচবিও’ থেকে একটি প্রজেক্টের প্রস্তাব আসে, যেখানে তার এক যৌনকর্মীর ভূমিকায় কাজ করার কথা ছিল। কিন্তু প্রসআবটি ফিরিয়ে দেন তিনি। আমি স্ক্রিপ্ট পড়েছিলাম। কিন্তু বিভিন্ন দৃশ্যে এত বেশি যৌনতা রয়েছে, যে আমার মনে হয় না কোনও মহিলার পক্ষেই সেটা সম্মানজনক কাজ হবে। তাই না করে দিয়েছি। তার মতে, বাচ্চারা কী দেখবে না দেখবে সেটা প্রাথমিকভাবে বাবা-মায়েদেরই নির্বাচন করে দেওয়াটা দায়িত্ব। সে কারণেই আমাকে ওভাবে দেখাতে চাই না ওদের সামনে।