এক হচ্ছেন শাহরুখ-রনভীর

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৬

এক হচ্ছেন শাহরুখ-রনভীর

download (3)

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছিলো একই ছবিতে কাজ করবেন বলিউড কিং শাহরুখ খান ও বলিউড কুল হিসেবে পরিচিত রনভীর সিং। তবে এবার গুঞ্জন নয়, এটাকে সত্যি বলেই জানালেন রনভীর।  নব্বই দশকে মুক্তি পাওয়া সুভাস ঘাই পরিচালিত ‘রামলক্ষণ’ ছবির রিমেকে দেখা যাবে এই তারকাদ্বয়কে। ছবিটি রিমেক করবেন রোহিত শেঠি। ইতোমধ্যেই নাকি আলোচনা শুরু করে দিয়েছেন তিনি। শুধু শাহরুখ খানের সবুজ সংকেত মিললেই প্রস্তুতি শুরু করবেন। সুভাস ঘাই পরিচালিত ‘রামলক্ষণ’ ছবিটিতে রাম আর লক্ষণের ভূমিকায় অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ ও অনিল কাপুর। আর তাদের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিলো রাখী গুলজারকে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com