এখনো সিরিজ জেতা সম্ভব, ইমরুলের প্রশংসায় মাশরাফি

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

এখনো সিরিজ জেতা সম্ভব, ইমরুলের প্রশংসায় মাশরাফি

mashrafe-mortazaস্পোর্টস ডেস্ক :: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য এখনো আশাবাদী এই সিরিজ নিয়ে। অতিথি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা সম্ভব বলেও মনে করেন তিনি।

শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘হ্যাঁ, এটা ঠিক সিরিজে আমরা পিছিয়ে পড়েছি। তবে এখনো আমাদের পক্ষে সিরিজ জেতা সম্ভব। এখনো দুটি ম্যাচ হাতে আছে। আশা করছি পরের দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে পারবো’।

এই হারটিকে ইতিবাচক দিক থেকেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক। এ ব্যাপারে তিনি বলেন, ‘এই হারটা মেনে নেওয়ার মতো না হলেও, এখান থেকেও আমাদের শেখার অনেক কিছু আছে। বিষয়টাকে আমরা ইতিবাচক দিক থেকেই দেখছি’।

এদিনের ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৩০৯ রান করে। জবাবে বাংলাদেশ ২৮৮ রান করে ইনিংস গুটিয়ে নেয়। ইমরুল কায়েস ১১২ রানের একটি ঝলমলে ইনিংস খেলেও দলের হার এড়াতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com