এগিয়ে গেলেন ধোনি

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৬

এগিয়ে গেলেন ধোনি

DHONI

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ এক কীর্তি গড়েছেন মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ড যে এখন ভারতের এই উইকেটরক্ষকের।

শুক্রবার মেলবোর্নে অনুষ্ঠিত এই ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংসে গ্লেন ম্যাক্সওয়েল ও জেমস ফকনারকে স্টাম্পিং করেন ধোনি। এতে আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির মোট স্টাম্পিংসংখ্যা দাঁড়িয়েছে ১৪০টি। ধোনি ছাড়িয়ে গেছেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারাকে (১৩৯ স্টাম্পিং)।

১০১টি স্টাম্পিং নিয়ে তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার আরেক উইকেটরক্ষক রমেশ কালভিথারানা। এরপর আছেন যথাক্রমে পাকিস্তানের মঈন খান (৯৩), অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৯২), পাকিস্তানের কামরান আকমল (৮৫)। ৭০টি স্টাম্পিং নিয়ে এ তালিকায় সপ্তম স্থানে আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com