এটাকে ‘দিবারাত্রির নির্বাচন’ বলে: পার্থ

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৬

এটাকে ‘দিবারাত্রির নির্বাচন’ বলে: পার্থ

partha-pic_74519

সুরমা মেইল নিউজ : ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির দিকে ইঙ্গিত করে এটাকে ‘দিবারাত্রির নির্বাচন’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। মঙ্গলবার (২২ মার্চ) নির্বাচন চলাকালে এক ফেসবুক পোস্টে পার্থ এই মন্তব্য করেন। ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ এই নেতা ফেসবুকে লিখেছেন, এটাকে বলে দিবা রাত্রি নির্বাচন …অনেকটা day night cricket match এর মতন। রাত্রে বেলা ভোট বাক্স ভরও আর দিনের বেলা গুনে ফেলো।

উল্লেখ্য, মঙ্গলবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭১২টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়। দিনভর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অনিয়ম ও কারচুপির ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে সংঘর্ষে বিভিন্ন স্থানে ১১ জনের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com