এডভোকেট লুৎফুর রহমানের কৃতজ্ঞতা

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬

সুরমা মেইল ডটকম :: সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিলেট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান।

এক বার্তায় জেলা পরিষদের সকল ভোটার, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সুশীল সমাজ, সাংবাদিকসহ সর্বস্তরের নেতা-কর্মীর অকৃত্রিম সহযোগিতার বিষয়টি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে তিনি বলেন, সকলের সার্বিক সহযোগিতাই আমার বিজয় ত্বরান্বিত করেছে।

বিশেষ করে দেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বয়সে আমার প্রতি যে সম্মান দেখিয়েছেন, তা কোন দিন ভোলার নয়। বিবৃতিতে তিনি বলেন, আমি সব কিছু উজাড় করে দলের সভানেত্রীর সম্মান রাখার চেষ্টা করবো।

বিবৃতিতে তিনি অর্পিত দায়িত্ব পালনে সব মহলের সহযোগিতা কামনা করেন। -বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com