এনায়েতনগরে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৬

সুরমা মেইল ডেস্ক :: মাদারীপুরে জুয়েল মৃধা (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শনিবার সকালে পূর্ব এনায়েতনগর এলাকার মোহরোদ্দিরচর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জুয়েল ওই গ্রামের নান্না মৃধার ছেলে। তার স্ত্রী ও ১ সন্তান রয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে।

গ্রামবাসী জানায়, ইচাগুড়া চৌরাস্তা বাজারে একটি রেস্টুরেন্টে নাস্তা খাওয়ার সময় প্রতিপক্ষরা তার দেশীয় অস্ত্রে সর্জ্জিত হয়ে তাকে ধাওয়া করে। এসময় সে দৌড়ে পালাতে গেলে পুকুর পড়ে যায়। পরে প্রথমে বোমা বিস্ফোরন ঘটিয়ে ঘায়েল করে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় হত্যাকারীরা তার পা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ থেকে মাংস ছিড়ে ফেলে।

এই ঘটনায় কালকিনি থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে আছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com