এপেক্স ক্লাব অফ হলিসিটির গবর্ণর প্রার্থী ঘোষনা

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

এপেক্স ক্লাব অফ হলিসিটির গবর্ণর প্রার্থী ঘোষনা

সিলেট :: এপেক্স ক্লাব অফ হলিসিটির পক্ষ থেকে এপেক্স বাংলাদেশের জেলা চার-এর নির্বাচনে আগামি ৪ নভেম্বর এপেক্সিয়ান এমদাদুল হক অপুর নমিনেশন দাখিল করা হয়েছে।এতে এপেক্স ক্লাব অফ হলিসিটির সদস্য বৃন্দ উপস্তিত ছিলেন।

জেলা চার-এর সকল এপেক্সিয়ান ভাই-বোনদের সহজোগিতা ও দোয়া প্রার্থনা কামনা করেছে এপেক্স ক্লাব। অতিথে যেভাবে এপক্স ক্লাব অফ হলিসিটি পাশে থেকে কাজ চালিয়ে গেছে, তার ধারাবাহিকতায় এবারও আমরা প্রার্থীতা দিয়েছি। আমাদেরকে আপনার মুল্যবান প্রথম পছন্দের ভোট দিয়ে সমাজের হত দরিদ্র মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ দিন। সৌজন্যে এপক্স ক্লাব অফ হলিসিটি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com