সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৫
সুরমা মেইল. ডেস্ক : জনগণ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারলে পৌর নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এবারের পৌর নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক শেষে ফখরুল প্রেস ব্রিফিং করেন।
তিনি বলেন, শরীক দলের নেতারা কথা দিয়েছেন পৌর নির্বাচনে ২০ দলের প্রার্থীদের সমর্থন দেবেন। বিএনপির প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবেন। এর আগে গুলশান কার্যালয়ে শরিক দলগুলোর মহাসচিব পর্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর নির্বাচনের বিষয় নিয়ে শরীক দলের মহাসচিবদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে বলে জানান মির্জা ফখরুল।
পৌর নির্বাচন গণতান্ত্রিক আন্দোলনের পথ হিসেবে বেছে নিয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি