এবার অশ্লীলতার অভিযোগে সানির বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৬

এবার অশ্লীলতার অভিযোগে সানির বিরুদ্ধে মামলা

sunny

বিনোদন ডেস্ক : এবার নিজেই নিজের ফাদে আটকা পড়লেন সাবেক ক্যানাডিয়ান পর্ণষ্টার সানি লিওন। অভিযোগ আনা হয় হয়েছে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‌‘মাস্তিজাদে’র সকল অভিনেতা ও কলাকুশলীর বিরুদ্ধেও। অশ্লীলতার অভিযোগে মামলা হলো সাবেক এই পর্নষ্টারের বিরুদ্ধে।

জানা যায়, মিলাপ জাবেরির পরিচালনা ও সানি লিওন অভিনীত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সেক্স কমেডি ঘরনার ছবিটিতে অশ্লীলতার সীমা অতিক্রম করেছে। সেখানে একটি দৃশ্যে নাকি মন্দির অবমাননা করে হিন্দুদের হেয় করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের বলা হয়েছে, ‘মাস্তিজাদে’র একটি দৃশ্যে মন্দিরের ভেতর কন্ডমের প্রচারণা চালিয়েছেন সানি। আর এতেই বেজায় চটেছে ভারতের হিন্দুবাদী সংগঠনগুলো। তারা ধর্ম অবমাননার অভিযোগ এনে দিল্লীর আদর্শ নগর থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছেন। পুলিশ জানায়, এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমানিত হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com