এবার আইপিএলে মাঠ মাতাবেন মুস্তাফিজ

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৬

এবার আইপিএলে মাঠ মাতাবেন মুস্তাফিজ

ce2e6220326f62d711d018dc99c9be53-Untitled-4

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের রত্ন কাটার মুস্তাফিজুর রহমান খুব অল্প দিনেই বিশ্বকে চিনিয়ে দিয়েছেন তিনি একটি ক্রিকেট রত্ন। গেল টি টোয়েন্টি বিশ্বকাপের সব কয়টি ম্যাচে খেলতে পারেন নি ইনজুরির কারণে। কিন্তু যে তিনটি ম্যাচে খেলেছেন তাতেই নিজের জাত চিনাতে পেরেছেন সফলভাবে। ৩ ম্যাচ খেলে তিনি ৯ উইকেট শিকার করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজের ২২ রানে ৫ উইকেট পুরো বিশ্বকাপেরই সেরা বোলিং ফিগার ছিল। এবার মুস্তাফিজ মাঠ মাতাবেন ভারতের সব থেকে জনপ্রিয় টি-২০ লীগ আইপিএলে। এবারই প্রথমবারের মত আইপিএলে সুযোগ পেলেন মুস্তাফিজ। আইপিএলের নবম আসরে সানরাইজার্সের হয়ে খেলবেন বাংলাদেশ দলের এই তরুণ পেসার। মুস্তাফিজকে দলে পেয়ে সানরাইজার্সের পেস শক্তি নিঃসন্দেহেই অনেক বৃদ্ধি পাবে। সে কারণেই ভারতীয় মিডিয়া এবার মুস্তাফিজকে হাদ্রাবাদের বোলিং লাইন-আপে ‘ফায়ার পাওয়ার’ হিসেবে আখ্যায়িত করেছে। মুস্তাফিজের প্রশংসায় ভারতীয় মিডিয়া লিখেছে, বাংলাদেশি পেস সেনশেসন এখন জাতীয় দলের অন্যতম ভরসার প্রতীক। আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের উত্থানে মুস্তাফিজের ভূমিকা রয়েছে। ওয়ানডেতে তার অভিষেকটাও ছিল চমৎকার। একদিনের ক্যারিয়ারের প্রথম ম্যাচে তিনি তুলে নিয়েছেন ৫ উইকেট। পরের ম্যাচে ৬ উইকেট। দুই ম্যাচে ১১ উইকেট। অসাধারণ পারফরম্যান্স! সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে মুস্তাফিজ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com