সিলেট ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৫
সুরমা মেইল.বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওনের সঙ্গে ‘তিন পাত্তি’ সুযোগ পাবেন আপনিও।
স্বল্প দিনে বলিউডে নিজের আসন বেশ পাকাপোক্ত করে ফেলেছেন সাবেক পর্নস্টার সানি লিওন। সিনেমা হলে সানির ছবি মানেই দর্শকের উপচে পড়া ভিড়। স্বাভাবিকভাবেই বেড়েছে তার বাজার ও মূল্যায়ণ।
সম্প্রতি ‘সানি লিওন তিন পাত্তি’ নামে অনলাইনে একটি গেম প্রকাশিত হয়েছে। সেখানেই লাস্যময়ীর সঙ্গে খেলে নিন একদান।
তবে আপনি সানির সঙ্গে খেলতে চাইলেও সানি বলেন, আমি খুবই আনন্দ পেতাম যদি শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে এই গেমস খেলতে পারতাম। সানির ভাষ্যমতে, ‘‘ছোটবেলা থেকেই ‘তিন পাত্তি’ খেলতে ভালবাসি। আমি শাহরুখ, সালমনের সঙ্গে এটা খেলতে চাই।’’ তবে শুধু অভিনেতাদের সঙ্গেই নয়, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, সোনম কপূরের সঙ্গেও ‘তিন পাত্তি’ খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
সানি জানিয়েছেন, গেমটি খুব মজার। সকলেই খুব উপভোগ করেবেন। এই গেমটি তার কাছে বেশ গুরুত্বপূর্ণ। সমস্ত অনলাইন ইউজারদের সঙ্গেই গেমটি খেলতে পারেন সানি। কারণ এর মাধ্যমেই নাকি অনুরাগীদের সঙ্গে তার যোগসূত্র গড়ে উঠবে।
Design and developed by ওয়েব হোম বিডি