এবার কবিতার পাখি হলেন খালেদা

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৬

এবার কবিতার পাখি হলেন খালেদা

Manual3 Ad Code

Montri

Manual3 Ad Code

এবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কবিতা পাঠ করলেন মন্ত্রিসভার সদস্য স্থপতি ইয়াফেস ওসমান। সোমবার মন্ত্রিসভায় কবিতার ছন্দে বেগম জিয়াকে ‘পাকি’ বলে সম্মোধন করেন শেখ হাসিনার মন্ত্রিসভার সভা কবি হিসেবে পরিচিত এ স্থপতি। কবিতায় তিনি লেখেছেন, লন্ডন ফেরত বেগম সাহেব, দিলটা তুব পাকি, মুক্তিযুদ্ধ হয়নি আদৌ, বলতে কেবল বাকি; পাকি প্রেমে বিভোর হয়ে, বলছে পাকি বুলি, প্রেয়ার কিয়াতো, ডরনা কিয়া, ধরছে গানের কলি। সূত্রে জানা যায়, কবিতা পাঠের পর মন্ত্রিসভায় কিছুটা হাস্যরস তৈরি হয়। মন্ত্রিসভার অনেক সদস্য বিষয়টি উপভোগও করেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code