এবার কি করবেন সানি লিওন

প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৬

এবার কি করবেন সানি লিওন

images (1)

বিনোদন ডেস্ক : নামটাই যথেষ্ট। আর কিছু বলার দরকার নেই। শিরোনামটা দেখেই চমকে উঠলেন তো! চমকের কিছু নেই, তিনি এখন আগের চেয়ে অনেকটা পরিষ্কার মহলে পা রেখেছেন।

বর্তমানে যতই তিনি বলিউডে অভিনয় করুন না কেন, তাঁর অতীত জীবনের কথা মাথায় রেখেই

কোনও বড় অভিনেতা তাঁর সঙ্গে কাজ করতে চান না।

এভাবে নিজের দুঃখও প্রকাশ করেছেন তিনি। এরপরই সানি লিওন বলেন, এবার আমি এমন কিছু করতে চাই, যাতে তাঁরা সকলেই আমাকে নিয়ে গর্ব অনুভব করেন।

জানা গেছে- আসন্ন প্রো কবাডি লিগে থাকছে এই নয়া চমক। হায়দরাবাদে আয়োজিত প্রো কবাডি লিগে জাতীয় সঙ্গীত গাইবেন সানি। তাঁর গলা শুনতে পাওয়া যাবে আসন্ন প্রো কবাডি লিগে। এই সম্পর্কে বলতে গিয়ে সানি জানালেন, প্রতিটা ভারতীয় গর্ব অনুভব করবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com