এবার ক্রিকেটার বিজয়ের বিরুদ্ধে থানায় মামলা

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৫

এবার ক্রিকেটার বিজয়ের বিরুদ্ধে থানায় মামলা

enamul

সুরমা মেইল. স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেটার এনামুল হক বিজয়ের ব্যাটের আঘাতে তাদের বাড়িওয়ালার ছেলে মোতালেব হোসেন বাপ্পী (২৪) গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত বাপ্পি শহরের আড়ুয়াপাড়ার গৌরিশংকর আগরওয়ালা সড়কের আব্দুল হালিমের ছেলে। তাদের বাড়িতে ক্রিকেটার বিজয়ের পরিবার ভাড়া থাকেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার গৌরিশংকর আগরওয়ালা সড়কের হাজী আব্দুল হালিমের চারতলা বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে কুষ্টিয়া মডেল থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, ‘ক্রিকেটার বিজয়ের বিরুদ্ধে একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, পেসার রুবেল হোসেনর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন হ্যাপী নামের উঠতি এক মডেল। আর শাহাদাত হোসেন রাজীব ফেঁসে যান গৃহকর্মীকে নির্যাতন করে। রুবেল নির্দোষ প্রমাণিত হয়ে কিছুটা স্বস্তিতে আছেন। আর শাহাদাত আছেন জামিনে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com