এবার টাটার সঙ্গে মেসির জুটি

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৫

এবার টাটার সঙ্গে মেসির জুটি
mesi
সুরমা মেইলঃ এবার ভারতের টাটা কোম্পানির অ্যাম্বাসেডর হলেন লিওনেল মেসি। কোম্পানিটির যাত্রীবাহী যানের প্রচার চালাবেন এই স্পোর্টস আইকন। ভারতের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে এটিই মেসির প্রথম চুক্তি।মেসিকে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে স্বাভাবিক ভাবেই বেজায় খুশি টাটা মোটরস। সংস্থার পক্ষ থেকে মায়াঙ্ক পারেখ বলেন, ‘মেসি এক জন বিজয়ী। আত্মবিশ্বাসে ভরপুর। তরুণ প্রজন্মের কাছে তিনি আইকন। মাঠে তাঁর সংকল্প বিপক্ষের আতঙ্কের কারণ। মাঠে তাঁর পায়ের জাদুতে আমরা বারবার মুগ্ধ হয়েছি। মেসিকে পেয়ে আমরা গর্বিত। ওঁর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি সেরে ফেলেছি আমরা।’

বিশ্ববাজারে মেসির আবেদন প্রশ্নাতীত। শুধু তাঁর নামেই কত ব্র্যান্ডের ব্যবসা চড়চড় করে বেড়েছে তার হিসাব মেলা ভার। মেসি ম্যানিয়াকে কাজে লাগিয়েই পৃথিবীর গাড়ি বাজারে নিজেদের জায়গাটা পাকা করতে চাইছে টাটা মোটরস। খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে মেসিকে নিয়ে তাদের প্রথম কমার্শিয়াল শ্যুটিং।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com