সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৫
সুরমা মেইল : আগামী বছরের ২৯ জানুয়ারি ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ওই দিন ‘বিগ শো’ শীর্ষক এক অনুষ্ঠানে দর্শক মাতাবেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করেছে ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স।
ওই শো’তে অংশ নিতে শুধু কারিনা নন, বলিউডের আরেক অভিনেত্রী নার্গিস ফাখরিরও আসার কথা রয়েছে। এছাড়া গান গাইতে আসছেন ‘বেবি ডল’ গানের গায়িকা কনিকা কাপুর।
অনুষ্ঠানের ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। টিকিটের মূল্য রাখা হচ্ছে প্লাটিনাম (দুই জন) ৫০ হাজার টাকা, গোল্ড ১০ হাজার টাকা, সিলভার ৫ হাজার টাকা এবং স্ট্যান্ডার্ড ২ হাজার টাকা।
Design and developed by ওয়েব হোম বিডি