এবার পাকিস্তানে প্রিয়াঙ্কা

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৬

এবার পাকিস্তানে প্রিয়াঙ্কা

Priyanka

সুরমা মেইল. বিনোদন ডেস্ক : বলিউড, হলিউড কাঁপিয়ে এ বার পাকিস্তান কাঁপানোর ইচ্ছার কথা জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি পাকিস্তানে গিয়ে ফিল্ম করার ইচ্ছা প্রকাশ করেছেন নায়িকা।তিনি পাকিস্তানের কোনও ফিল্মের প্রস্তাব পেয়েছেন কি না সে বিষয়ে কিছু খোলসা করেননি। শুধু জানিয়েছেন, অভিনয়ের কাজে খুব তাড়াতাড়ি তিনি পাকিস্তানে যেতে চান। সে দেশে গিয়ে পরিচালকের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, একজন অভিনেত্রী হিসেবে তিনি কোনও বাছ-বিচার করবেন না। ফিল্মে তাঁর চরিত্র পছন্দ হলেই তিনি প্রস্তাব গ্রহণ করবেন। ৩৩ বছরের এই বলিউড তারকা মেরি কমের বায়োপিকে অভিনয় করে নিজেকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন। এফবিআই এজেন্টের ভূমিকায় কোয়ান্টিকোতে তাঁর অভিনয়ও বিশ্বের দরবারে নজর কেড়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com