এবার বঙ্গোপসাগরে নামছে ৭ রোবট

প্রকাশিত: ৪:৩৩ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০১৬

এবার বঙ্গোপসাগরে নামছে ৭ রোবট

260x150_45909075e3feb509dfad614bf06430bc_235621LR_82_editসুরমা মেইল নিউজ : আবহাওয়া পর্যবেক্ষণ করতে এবার বঙ্গোপসাগরে নামানো হচ্ছে ৭টি রোবট। কেননা- গত কয়েক বছরে বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাস দেয়া বেশ কঠিন হয়ে উঠেছে। এর প্রধান কারণ জলবায়ু পরিবর্তন এবং বায়ুদূষণ বৃদ্ধি। দিনদিনই বৈশ্বিক আবহাওয়ায় সাগরের আচরণ জটিল হয়ে ওঠছে। তাই দক্ষিণ এশিয়ার মৌসুমী আবহাওয়ার পূর্বাভাস জানতে ব্রিটিশ বিজ্ঞানীরা অভিনব এ উদ্যোগ নিয়েছে। বঙ্গোপসাগরে রোবট ছাড়ার পরিকল্পনা করছেন তারা। যার মাধ্যমে জানা যাবে কীভাবে সাগরের পরিস্থিতি বৃষ্টির ধরনে প্রভাব ফেলছে।

রোবটগুলো থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বর্ষায় সাগরের পরিস্থিতি ভালো বুঝতে পারবেন বলে আশা করা হচ্ছে। ভারতের মধ্য, পূর্ব ও উত্তরাঞ্চলে এবার ব্যাপক খরা হওয়ায় ভারত সরকারও এ গবেষণার ব্যাপারে ব্যাপক আগ্রহী। ফলে ভারত সরকারের সহায়তায় ইউনিভার্সিটি অফ রিডিংয়ের বিজ্ঞানীরা যৌথভাবে এ পরীক্ষা চালাচ্ছে।

জানা যায়- ইস্ট এঙ্গোলিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক এবং প্রধান গবেষক আদ্রিয়ান ম্যাথুস বলেন, সাগরের আচরণ সঠিকভাবে বোঝার লক্ষ্যেই তারা এ প্রকল্প নিয়েছেন। তবে এর প্রধান লক্ষ্য ভারতীয় উপমহাদেশে বৃষ্টির সঠিক পূর্বাভাস দেয়া। এ প্রকল্পে খরচ হচ্ছে প্রায় ৮১ কোটি টাকা। বিজ্ঞানীরা আগামী একমাস ধরে বঙ্গোপসাগরে এ পরীক্ষা চালাবেন। সে লক্ষ্যেই এ ৭টি রোবট সমুদ্রে ছাড়বেন তারা। যে রোবটগুলো সমুদ্রগর্ভে যেতে সক্ষম। টর্পেডো আকৃতির রোবোটগুলোতে পানির মধ্যে পরিচালনা করা হবে জাহাজ থেকে। তারা সমুদ্রের পানির লবণাক্ততা, তাপমাত্রা আর স্রোতের সঠিক পরিমাপ জানাবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com