সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৬
বিনোদন ডেস্ক : বাস্তবে তাদের সম্পর্ক সাপে-নেউলে না হলেও বক্স অফিসে এবার মুখোমুখি বলিউডের দুই আবেদনময়ী অভিনেত্রী সোনাক্ষি সিনহা ও সানি লিওন। ‘বেঈমান লাভ’ ছবি নিয়ে সানি লিওন এবং ‘আকিরা’ নিয়ে বক্স অফিসে মুখোমুখি হতে চলেছেন এই দুই অভিনেত্রী।
বহুদিন ধরে সিনেমা দিয়ে সাড়া ফেলতে ব্যর্থ হচ্ছেন ‘দাবাঙ্গ’ খ্যাত তারকা অভিনেত্রী সোনাক্ষি সিনহা। তবে সব ব্যর্থতা কাটিয়ে আসছে সেপ্টেম্বরে তিনি ফিরছেন ‘আকিরা’ নামের অ্যাকশন সিনেমা নিয়ে। টিজার ট্রেলার আর সোনাক্ষির দুর্দান্ত লুকে এরইমধ্যে ছবিটি বেশ আলোচিত। কিন্তু ঠিক একই দিনে তার মুখোমুখি হতে চলেছেন ইন্দো-কানাডিয় বিতর্কিত অভিনেত্রী সানি লিওন।
ব্লকবাস্টার ‘গজিনী’ ছবির নির্মাতা এ আর মুরুগাদোসে এবার অ্যাকশনধর্মী ‘আকিরা’ নিয়ে আসছেন। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন সোনাক্ষি। এরইমধ্যে কয়েক লাখবার দেখা হয়েছে ছবিটির ট্রেলারও। দর্শকের মধ্যে তুমুল আগ্রহের জন্ম দেয়া ছবিটি আসছে সেপ্টেম্বরের ২ তারিখে মুক্তির তারিখ ঘোষণাও করা হয়েছে। আর একইদিনে সানি লিওন অভিনীত ‘বেঈমান লাভ’ ছবিটিও মুক্তির দিন চূড়ান্ত করেছেন নির্মাতা রাজীব চৌধুরি।
তবে সোনাক্ষির ‘আকিরা’র চেয়ে বিপজ্জনক অবস্থানে আছে সানির ‘বেঈমান লাভ’। কারণ এরইমধ্যে আকিরা’র প্রতি মানুষ যে সতস্ফূর্ত আগ্রহ দেখিয়েছে তার এক ভাগও সানির ‘বেঈমান লাভ’-এর প্রতি নেই। এখন দেখার বিষয় বক্স অফিসে কে জিতে, সোনাক্ষি নাকি সানি?
Design and developed by ওয়েব হোম বিডি